ফেইসবুক মার্কেটিং কি?

পৃথিবীর সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম ফেসবুক। বর্তমান সময়ে পৃথিবীর প্রায় প্রতিটা দেশে এর জনপ্রিয়তা অনেক অনেক বেশী। ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসা অথবা পণ্যের বিজ্ঞাপন আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছে দেয়ার পদ্ধতি কে ফেসবুক মার্কেটিং বলা হয়।

সহজ অর্থে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলা হয়।

ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং

বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের একটি সাম্প্রতিক জরিপ থেকে জানা যায়, মোট ব্যবসায়ীদের প্রায় ৮৮% তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তৃতীয় কোনো পক্ষ থেকে নেয়া বিগ ডেটা বা তথ্যভান্ডার ব্যবহার করে থাকে।

তাই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে যেকোনো ব্যবসায়ীর কাছে ডেটা বা তথ্য হলো মূল্যবান ব্যবসায়িক হাতিয়ার। এই বিগ ডেটা বা তথ্যভান্ডার সরাসরি গ্রাহকদের মিথস্ক্রিয়া ব্যবহার করে নেয়া হয় যা আপনার ব্যবসায়িক লাভ ও আয় উভয়ই বাড়াতে সহায়তা করে।

কেন করবেন ফেসবুক মার্কেটিং?

ডিজিটাল মার্কেটিং এর জন্য ফেসবুক খুবই জনপ্রিয় একটি মাধ্যম

ব্র্যান্ড এওয়ারনেস

ব্র্যান্ড এর এওয়ারনেস বিপুল পরিসরে প্রচার করতে পারবেন।

কনভার্শন এডস

বিক্রি বাড়াতে কনভার্শন এডস তৈরি করতে পারবেন।

ক্যাটালগ এডস

আপনার প্রোডাক্ট এর ক্যাটালগ এডস তৈরি করতে পারেন।

লিড জেনারেশন

প্রয়োজন অনুযায়ী লিড কালেকশন করতে পারবেন।

ট্রাফিক এডস

ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য এই এডস।

মেসেজ ক্যাম্পেইন

বিক্রি বাড়ানোর জন্য মেসেজ এড তৈরী করতে পারবেন।

ফেইসবুক মার্কেটিং এর অ্যাডভান্টেজ

ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্টেজ বলে শেষ করা যাবে না। তাই, সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভান্টেজ তুলে ধরা হলো….

কম খরচে বেশি রেজাল্ট

একমাত্র ফেসবুক মার্কেটিং হলো কস্ট ইফেক্টিভ মার্কেটিং যা খুব কম খরচে আপনি অনেক মানুষকে আপনার পণ্যের বিজ্ঞাপন দেখাতে পারবেন।

দ্রুত রেসপন্স

আপনার পণ্যের জন্য আগ্রহী অডিয়েন্স আপনার সাথে দ্রুত যোগাযোগ করে আপনার পণ্যটি সংগ্রহ করতে পারবে।

বিক্রি বৃদ্ধি

আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি করতে ফেসবুক মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুবই কম সময়ে এবং খুব স্বল্প খরচে আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি করতে পারবেন।

ফেইসবুক মার্কেটিং এর জন্য ইচ্ছেঘুড়ি কেন সেরা?

ইচ্ছেঘুড়ি একটি ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এজেন্সী

অডিয়েন্স রিসার্চ

আমরা আপনার ব্যবসা অথবা পণ্যের জন্য সঠিক অডিয়েন্স রিসার্স করে ক্যাম্পেইন তৈরী করে দিয়ে থাকি।

পারফেক্ট ক্যাম্পেইন

আমরা আপনার পণ্য অথবা ব্যবসার জন্য পারফেক্ট ক্যাম্পেইন তৈরী করে দিয়ে থাকি যা অডিয়েন্স আকর্ষণ করবে।

স্কেলিং আপ

আমরা আপনার সফল ক্যাম্পেইন এর ফলাফল আরো ভালো করার জন্য কাজ করে থাকি যা ১০০% একুরেট এবং বাস্তবিক।

কেনো আপনি ইচ্ছেঘুড়ি হতে সেবা গ্রহন করবেন?

অবশ্যই আপনি আপনার ব্যবসার জন্য প্রতিনিয়ত স্থানীয় সম্ভাব্য গ্রাহকদের উপস্থিতি আপনার ব্যবসায়িক ওয়েব সাইটে নিশ্চিত করতে চান। এক্ষেত্রে, ইচ্ছেঘুড়ি আপনার ব্যবসার গতিবিধি পর্যবেক্ষণ করে স্যোশাল মিডিয়া ট্রেন্ড এবং সার্চ-ইন্জিনকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী Ad Campaign- চালু করে আপনার পণ্য/সেবার সর্বোচ্চ বিক্রয় নিশ্চিত করে থাকে। ইচ্ছেঘুড়ি তাদের গ্রহকদের ডিজিটাল এক্সপেরিয়েন্সের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে সকল ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস গ্রাহকের হাতের নাগালে রেখেছে। একমাত্র আমরাই আপনার পণ্য/সেবা/ব্যবসাকে তুলনামূলকভাবে সর্বনিম্ন একটি বাজেটে সর্বোচ্চ ডিজিটাল এক্সপোজার নিশ্চিত করতে সক্ষ্যম। তাই আপনি যদি প্রতিযোগিতামূলকি এই ডিজিটাল ট্রেন্ড এর সাথে আপনার পণ্য/সেবার সামঞ্জস্য বজায় রাখতে চান, ইচ্ছেঘুড়ি হতে Digital Marketing & Advertising Service গ্রহন হবে আপনার ব্যবসার জন্য যুগান্তকারী একটি সিদ্ধান্ত।

আপনার সম্ভাব্য কিছু প্রশ্ন ও আমাদের উত্তর গুলো নিচে তুলে ধরা হলো

আপনার ফেসবুক মার্কেটিং বিষয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। শুধু আপনার নয়, প্রায় সকল মানুষের যারা ফেসবুক মার্কেটিং করতে চায় তাদের একই প্রশ্ন করেন আমাদের কে।

ফেইসবুক মার্কেটিং এর ব্যাপারে আমাদের কাছে জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর আমাদের পক্ষ থেকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না পেলে অথবা আমাদের দেওয়া উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে নির্দিধায় ফোন করুন: 01707434737

সোজা কথায়, আপনার ব্যবসা বা পণ্যের বিজ্ঞাপন ফেসবুকের মাদ্ধমে অন্যের নিকট পৌঁছানোকেই ফেইসবুক মার্কেটিং বলে। ফেসবুক ব্যবহার করার সময় আমরা স্পনসর লিখা যেই পোস্ট গুলা দেখি সেগুলাই ফেসবুক বিজ্ঞাপন।

৬৪০/- টাকা; ৩ (তিন) দিনের জন্য। তবে অনেক এজেন্সি আপনাকে আরো কমে করে দিবে কিন্তু এতে আপনার পেজের আগামি ভবিষ্যত খারাপ হলেও হতে পারে। কারন রিয়েল ডলার পেমেন্ট করলে খরচ একটু বাড়তি হবে এটাই স্বাভাবিক। আর আমরা রিয়েল ডলার দ্বারা কাজ করি।

ফেসবুক কে আমরা ইউ এস ডলারে পেমেন্ট করি। তাই আপনি ১ ডলারে ৮০০ মানুষকে আপনার বিজ্ঞাপনটি দেখতে পারবেন।

৬৪০ টাকায় অর্থাৎ (৫$+১৫% সরকারি ভ্যাট) ৫ ডলারে ৪০০০ মানুষকে বিজ্ঞাপন দেখতে পারবেন।

হ্যা, পারবেন।

আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা পেপাল একাউন্ট থাকে তাহলে আপনি নিজেই ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন।

 

আমাদের সার্ভিস চার্জ সহ প্রতি ডলার এর মূল্য ১৪০ টাকা।

৫ ডলারের জন্য আপনাকে ৬২৫ টাকা + ২% এক্সট্রা চার্জ দিতে হবে।

২% এক্সট্রা দিতে হবে যদি আপনি আমাদের কে বিকাশ অথবা রকেটে পেমেন্ট করতে চান।

হ্যা, আমরা আপনার ফেসবুক পেজে লাইক বাড়িয়ে দিতে পারবো।

এটা অনুমান করে বলা যায় না। তবে আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি ১০ ডলারে ৮০০ থেকে ১০০০ রিয়েল লাইক পাবেন।

যারা ১০ ডলারের বিনিময়ে ২০০০+ লাইক দিচ্ছে তারা আপনার যেই ব্যবসা বা আপনার যেই ক্রেতা হবে তারা আপনার পেজে লাইক দিচ্ছে না। ফেক প্রোফাইল থেকে লাইক গুলা দিচ্ছে। এতে করে আপনার পেইজে অনেক ক্ষতি করে ফেলে।

তাই টাকা দিয়ে রিয়েল লাইক কিনবেন যেই অডিয়েন্সদের লাইকগুলো আপনার জরুরি।

অব্যশই পারবেন, তবে ৫ দিন বিজ্ঞাপন চললে যেই রেজাল্ট আসবে ১০ দিন বিজ্ঞাপন চললেও সেই একই রেজাল্ট আসবে। তাই আপনার উচিত যত দ্রুত সম্ভব আপনার কাস্টমারের কাছে পৌঁছানো যায় ততই ভালো। এতে করে সেল আসবে বেশি।

বিজ্ঞাপনের ফলাফল আমরা বিজ্ঞাপন শেষ হলে সম্পূর্ণ ফলাফল আপনার ইমেইলে অথবা ফেসবুকে জানিয়ে দিবো।

আপনি চাইলেই বিজ্ঞাপন চলাকালীন বিজ্ঞাপনের রেজাল্ট দেখতে পারবেন।

জি, আমরা আগে পেমেন্ট নিয়ে কাজ করে দেই। পেমেন্ট করার ১০ মিনিটের মধ্যে আপনার বিজ্ঞাপনটি আমরা ফেসবুকের কাছে চালু করার জন্য পাঠিয়ের দেই।

 

পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত এখানে পাবেন 

এটা সিউর করে বলা পসিবল না, তবে ২০ মিনিট থেকে ২ ঘন্টার মধ্যে চালু হয়ে যায়।

ক্ষেত্র বিশিষে কখনো কখনো ২৪ ঘণ্টা সময় লাগে।

ফটোগ্রাফি, বুটিক শপ, মিউজিক ব্যান্ড যে ধরনের এ্যাডই দিতে চান না কেন প্রায় সবগুলো-ই ফেইসবুকের মাধ্যমে প্রচার করা সম্ভব। তবে অল্প কিছু পণ্য, সেবা ও ব্যাবসা রয়েছে যেগুলোর এ্যাড আমরা দেই না। সেগুলোর একটি ছোট তালিকা এখানে দেয়া হলো:-

 

  • অসৎ উদ্দেশ্যে দেয়া এ্যাড
  • এডাল্ট প্রোডাক্ট/টয়/পর্নোগ্রাফী
  • মডেল বা Escort এজেন্সি
  • জব অফার
  • ম্যানপাওয়ার বিজনেস
  • কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা ঘৃনা-বিদ্বেষ মুলক এ্যাড
  • যদি বোঝা যায় যে এ্যাডটি প্রতারনা করার উদ্দেশ্যে দেয়া

​আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের আপত্তি যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।